দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলাামীন যুগে যুগে তাঁর নবী-রাসুল ও দ্বীনের দা’য়ীগণকে সে এলাকায়ই প্রেরণ করেছেন যেখানে শিক্ষা-সভ্যতার অভাব ছিল বেশী। সে এলাকায় দ্বীনের দায়ীর মাধ্যমে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামটিও শিক্ষাদীক্ষার সুযোগ বঞ্চিত একটা জনপদ ছিল বলে নবীগঞ্জের সচেতন মহল সাক্ষ্য দেন।
অত্র এলাকার প্রায় বিশটি গ্রামে একটি দাখিল মাদরাসাও নেই, এমনকি বক্তারপুর আবুল খায়ের উ”চ বিদ্যালয় ছাড়া আর কোন উ”চ বিদ্যালয়ও নেই। মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও উ”চ বিদ্যালয়ের অভাবে অত্র এলাকার নতুন প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অজ্ঞতার অমানিশায় যখন হাবুডুবু খা”িছল তখন পূর্বতিমিরপুরের বিদ্যোৎসাহী, জনাব মো: আলাউদ্দীন (কমিশনার) সাহেব আক্কাছ আলী, আজিজুর রহমান ও নাসির আহমদ চৌধুরীকে সাথে নিয়ে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
আর্থিক সীমাবদ্ধতাসহ নানাবিধ বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে এলাকার কতিপয় নিবেদিত প্রাণ মানুষকে সাথে নিয়ে দানবীর লন্ডনী আনোয়ার মিয়া সাহেবের দানকৃত ০.৫০ একর এবং আলাউদ্দীন কমিশনার, আইয়ূব উল্লাহ ও আব্দুল মতলিব ভ্রাতৃত্রয়ে দানকৃত ০.১০ একর সহ মোট ০.৬০ একর জমির উপর ২০০১ সালের ১লা জানুয়ারি অত্র মাদরাসার যাত্রা শুরু হয়।
মাদরাসার প্রতিষ্ঠাকালীন সুপার ছিলেন মাও: আব্দুর রহীম। তার নেতৃত্বে একঝাঁক উদ্যোমী শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে মাদরাসাটি অতি অল্প দিনেই এলাকায় সাড়া জাগাতে সক্ষম হয়েছিল। তিন বছরের মাথায় আর্থিক সংকটের কারণে মাদরাসার অগ্রগতি ¯’বির হতে থাকলে জনাব আলাউদ্দিন কমিশনার তাঁরই সাবেক ছাত্র মাও: এফ.কে.এম শাহজাহানকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানালে তিনি ২০০৪ সালে মাদরাসা পরিচালনার দায়িত্ব গ্রহন করেন।
এ বছরের সেরা
নিউজ এবং ইভেন্টস
শিক্ষা মেলা: দারুল হিকমাহ'র সেরা উৎসব। প্রতি বছরের ন্যায় আগামী 10 মার্চ বুধবার দারুল হিকমাহ'র সবচেয়ে ঝমকালো আয়োজন "শিক্ষা মেলা" অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
Published: March 9, 2024
শিক্ষার্থীরা বিষয় শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী কুরআন, হাদীস, ফিকহ, বাংলা , আরবি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পাঠ্যবই থেকে প্রজেক্ট তৈরি করে মেলায় উপস্থাপন করবে। সব মিলিয়ে কমপক্ষে দুই হাজার প্রজেক্ট তৈরি এবং প্রদর্শন করা হবে ইনশাআল্লাহ।
এই মেলার মাধ্যমে নতুন ধারার শিক্ষা কার্যক্রমে অভিজ্ঞতা ভিত্তিক শিখন প্রক্রিয়ার উপর বিশেষভাবে জোর দেয়া হয়। অভিজ্ঞতা ভিত্তিক শিখন কার্যক্রম যে চারটি ধাপে অনুশীলন করা হয় সেগুলো হলো; বাস্তব অভিজ্ঞতা, প্রতিফলন মূলক পর্যবেক্ষণ, সক্রিয় পরীক্ষণ এবং বিমূর্ত ধারণায়ন। এই চারটি ধাপকে সামনে রেখে প্রকল্পভিত্তিক শিখন, অনুসন্ধানমূলক শিখন, বিশ্লেষণমূলক শিখন , ভুমিকাভিনয়, প্রদর্শন এবং পোস্টারিং পদ্ধতির উপর শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের লক্ষ্যে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়।
নতুন ধারার শিক্ষা কার্যক্রমের ধারণা শিক্ষক শিক্ষার্থীদের কাছে কতটুকু স্পষ্ট হয়েছে তা মেলার মাধ্যমে পরিস্কার হয়েছে। আশা করছি এই মেলা অভিজ্ঞতা ভিত্তিক শিখন প্রক্রিয়ার সাথে শিক্ষক শিক্ষার্থীদের পরিচয় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ আকর্ষণ:
✓ হবিগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মহোদয়সহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, অভিভাবকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা মেলা পরিদর্শন করবেন বলে আমরা আশাবাদী।
✓ বরাবরের মতো এবারও সর্বস্তরের শিক্ষানুরাগীর পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
✓ বিশাল এই আয়োজন সম্পন্ন করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থা/ ব্যক্তিত্বের প্রচারণার জন্য বিজ্ঞাপন দেয়ার সুযোগ থাকবে।
সকলের প্রতি আহ্বান, ব্যতিক্রমী এই মেলা পরিদর্শন করুন। বিজ্ঞাপন দিয়ে এবং সফলতার জন্য দোয়া করে মেলা বাস্তবায়নে সহযোগী হোন।
আমাদের সাফল্য ও অর্জন
দারুল হিকমাহ হিফজ বিভাগের ছাত্র হাফেজ ওয়াসিফুর রহমান রাদির আনুষ্টানিক সবক শেষ
Published: January 17, 2024
আলহামদুলিল্লাহ, সেজদাবনত চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করছি। ছেলের হিফজ সম্পন্ন হওয়ার অনুভূতি বুঝানো সম্ভব নয়। হাফেজ রোমান আহমদ, হাফেজ আমিনুল ইসলাম, হাফেজ আহমদ আব্দুল্লাহ, হাফেজ হাফিজুর রহমান সাহেবসহ মাদ্রাসার সকল প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষকবৃন্দ তার জন্য অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ উনাদের সর্বোত্তম জাযা দান করুন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে উনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তাওফীক দান করেন। আমিন, অধ্যক্ষ্, অত্র মাদ্রাসা।
রুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হিফজ বিভাগের নজর কারা সাফল্য—২০২৪
Published: February 25, 2024
“আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ “ কর্তৃক পরিচালিত ৫ম তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সারা দেশে ৫ম স্থান অধিকার করেছে “সাফওয়ান আহমেদ শফি,”
এ সাফল্য অর্জনে যাদের অবধান অবিস্মরণীয় হাফেজ হাফিজুর রহমান Hafijur Rahman Kalhis প্রিন্সিপাল মাও লুৎফুর রহমান Lutfur Rahman সহ সকল শিক্ষক ও অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ যাদের অক্লান্ত পরিশ্রমে এ বছরেও ৯জনকে মহান মুনিব হাফেজ হিসেবে কবুল করেছেন।
আমিন।